শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ী ভোরা হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, আমি অতীতেও জনগণের ভালোবাসায় বারবার নির্বাচিত হয়েছি। কিন্তু বেতাগী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত অনেক জনপ্রতিনিধি কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারেননি। ফলে এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। এবার আপনারা ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করুন।
তিনি আরও বলেন, আপনাদের সমর্থনে আমি আবার সংসদে যাওয়ার সুযোগ পেলে উন্নয়ন কার্যক্রমের সূচনা হবে সরিষামুড়ী এলাকা থেকেই। একটি চক্র এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটের দিন সর্বপ্রথম দায়িত্বশীল নাগরিক হিসেবে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার সুরক্ষিত রাখতে হলে ঐক্য ও সচেতনতার বিকল্প নেই।
জনসভায় উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোসাঃ এলিজা আক্তার, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব নূরুল আমিন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বরগুনা-২ আসনে এবারের নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭৭৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৯৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২২টি। শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশায় পুরো এলাকায় এখন বিরাজ করছে নির্বাচনী আমেজ ও প্রস্তুতি।



















