শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা : সড়ক দুর্ঘটনায় আহত বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও হযরত আবুবকর (রাঃ) কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সবুরকে দেখতে বাড়িতে গেলেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (১৮ এপ্রিল '২৫) রাতে অসুস্থতার খোঁজ-খবর নিতে মাওলানা আব্দুস সবুরকে দেখতে যান বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। এ সময় মহান রাব্বি কারিমের দরবারে তাঁর জন্য দোয়া-মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, সহ-সভাপতি বাবুর আলী, কোশাধ্যক্ষ মুয়াজ্জিন আব্দুস সাত্তার, মসজিদ কমিটির সদস্য বজলুর রহমান তোতা, মমিন সরদার, আকের আলী শফিকুল ইসলাম, আবুল খায়ের, মোস্তাফিজুর রহমান মোস্ত প্রমুখ।
উল্লেখ্য, ১৬ এপ্রিল ব্রহ্মরাজপুর বাজারস্ত উমরাপাড়া সুলাইমান হাজীর মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছে।