close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সীতাকুণ্ডের মুরাদপুর ও বারৈয়াঢালায় আসলাম চৌধুরীর ব্যাপক গণসংযোগ..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
সীতাকুণ্ডের মুরাদপুর ও বারৈয়াঢালায় আসলাম চৌধুরীর ব্যাপক গণসংযোগ
সীতাকুণ্ডের মুরাদপুর ও বারৈয়াঢালায় আসলাম চৌধুরীর ব্যাপক গণসংযোগ

মোহাম্মদ জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আংশিক পাহাড়তলী) নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী সোমবার (২৬ জানুয়ারি) সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ও বারৈয়াঢালা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।
দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় মুরাদপুর ইউনিয়নে গণসংযোগ শুরু হয়, যা চলে দুপুর দেড়টা পর্যন্ত। পরে দুপুর ২টা থেকে তিনি বারৈয়াঢালা ইউনিয়নে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।

মুরাদপুর ইউনিয়নে গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী মো. সুজা উদ্দিন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান হিরু, সদস্য সচিব আলতাফ হো‌সেন নিজামী, মুক্তিযোদ্ধা মহরম আলী, কেন্দ্রীয় যুবদল নেতা ফেরদৌস আহমেদ মুন্না, জাসাস উপ‌জেলা সদস‌্য স‌চিব জসিম উদ্দিন মানিক, ইউনিয়ন সভাপ‌তি আকবর হোসেন, সধারন সম্পাদক স‌রোয়ার কামাল, সোলায়মান মেম্বার, আবুল হোসেন মেম্বারসহ বিএন‌পি অংগ ও সহ‌যোগী সংগঠ‌নের স্থানীয় নেতৃবৃন্দ।

অপরদিকে বারৈয়াঢালা ইউনিয়নে গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, ইউনিয়ন নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির আহ্বায়ক জয়নাল আবেদীন দুলাল, সদস‌্য স‌চিব অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, ইউনিয়ন সভাপ‌তি আবু জাফর ভুঁইয়া, সাধারন সম্পাদক আলাউদ্দিন মাসুম, যুব‌নেতা মোহাম্মদ ইসমাইল, জসিম উদ্দিন মেম্বার, শামসুল আলম মেম্বার, সালাউদ্দিন সালেক, আব্দুল মান্নান, মো. নোমান, মো. নয়ন ও আব্দুস সালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগকালে মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন,
“বিএনপি দেশ সেবার সুযোগ পেলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন ও সমৃদ্ধির পথে সীতাকুণ্ডকে এগিয়ে নেওয়া হবে। এখানে হানাহানি কিংবা দলীয় পরিচয়ের রাজনীতি নয়—সীতাকুণ্ডই হবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “দেশ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এলাকার মানুষের প্রকৃত চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই আগামীর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

Tidak ada komentar yang ditemukan


News Card Generator