মোহাম্মদ জামশেদ আলম,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ২টা ৩০ মিনিটে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
নিহতের নাম মুক্তার হোসেন (৩৭)। তিনি ঘোড়ামারা এলাকার বাসিন্দা এবং আবুল বশরের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি দ্রুতগতির মিনি ট্রাক সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এতে চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



















