close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সীতাকুণ্ডে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
চাকরি স্থায়ীকরণ ও বেতন স্কেলসহ দাবি আদায়ে আন্দোলন ঘোষণা

মোহাম্মদ জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি :

চাকরি স্থায়ীকরণ, বেতন স্কেল ও অন্যান্য দাবির প্রেক্ষিতে সীতাকুণ্ডে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করে এলেও ন্যায্য অধিকার থেকে তাঁরা বঞ্চিত। চাকরি স্থায়ীকরণ, ন্যায্য বেতন কাঠামো এবং সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তাঁরা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লকিয়ত উল্লাহ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং স্বাস্থ্য সহকারী নুরুল করিম। এ সময় উপজেলার ১নং থেকে ১০নং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের কর্মরত স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্যখাতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ তাঁদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলবে বলে জানান তাঁরা।

No comments found