মোহাম্মদজামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ডেএকটি পেট্রোল পাম্পসহ একাধিক ব্যবসায়িক সম্পত্তি থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম। শনিবার(২৮ জুন) বিকেল ৫টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, ১৯৯১ সালে তিনি, প্রখ্যাত 'তেল নিজাম' নামে পরিচিত নেজাম উদ্দীন এবং মৃত মোস্তাকিম যৌথভাবে ব্যবসা শুরু করেন। যদিও নেজাম উদ্দীন অল্প কিছুদিন পর ব্যবসা থেকেসরে দাঁড়ান, সিরাজুল ইসলাম ও মোস্তাকিম যৌথভাবে “আটলান্টিক ইন্টারন্যাশনাল” নামে একটি প্রতিষ্ঠান গঠন করে একাধিক সম্পত্তি ক্রয় করেন এবং ২০০২ সালে সী গোল্ড ফিলিং স্টেশন নির্মাণ করেন। সম্পত্তির হিস্যা ও বঞ্চনার অভিযোগ- সিরাজুলইসলামের দাবি, ফিলিং স্টেশনের লভ্যাংশ থেকেই পরবর্তী সময়ে একটি রোলিং মিল, তামার ফ্যাক্টরি, তিনতলা ভবন, গরুর খামার ও গোডাউনসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। কিন্তু ২০১১ সাল থেকে তিনি যৌথ ব্যবসার হিসাব চূড়ান্ত করতে চাইলে নেজাম উদ্দীন নানা অজুহাতে তা এড়িয়ে যেতেথাকেন। পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিনি২০১৮ সালে আদালতের শরণাপন্ন হন। মামলার (নং ১৭৯/২০১৮) পরিপ্রেক্ষিতে আদালত ওই সম্পত্তিসমূহ হস্তান্তরও বন্ধক সংক্রান্ত বিষয়ে স্থিতাবস্থার নির্দেশ দেন। ওয়ারিশদের দখলচেষ্টা ও হুমকি - তিনিআরও অভিযোগ করেন, মোস্তাকিমের মৃত্যুর পর তার ওয়ারিশরা জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা চালায় এবং তার ওপর মানসিক ও আইনি হয়রানিশুরু করে। এমনকি তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি। প্রশাসনেরপ্রতি আহ্বান - সংবাদ সম্মেলনে মোঃ সিরাজুল ইসলাম নিজেকে ও তার বৈধ সম্পত্তি রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের মাধ্যমে তার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			