close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সীতাকুণ্ড পৌরসভাকে মডেল পৌরসভায় গড়ার প্রত্যয় আসলাম চৌধুরীর..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
সীতাকুণ্ড পৌরসভাকে মডেল পৌরসভায় গড়ার প্রত্যয় আসলাম চৌধুরীর
সীতাকুণ্ড পৌরসভাকে মডেল পৌরসভায় গড়ার প্রত্যয় আসলাম চৌধুরীর
 
মোহাম্মদ জামশেদ আলম, 
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
 
শিল্প ও পর্যটন নগরী হিসেবে সীতাকুণ্ড পৌরসভার যে অপার সম্ভাবনা রয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে পারলে সীতাকুণ্ড সারাদেশের মধ্যে একটি মডেল পৌরসভায় পরিণত হবে। পর্যটকদের সুযোগ–সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্মার্ট সিটির কনসেপ্ট বাস্তবায়ন করতে হবে। নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা গেলে ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে।
এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড পৌরসদরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, “সম্প্রীতির সীতাকুণ্ডে উগ্রবাদের কোনো স্থান নেই। এখানে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। যারা ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি করে ফায়দা লুটতে চায়, তাদের সে স্বপ্ন কখনোই পূরণ হবে না।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. খুরশিদ জামিল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ কমিশনার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, বিএনপি নেতা সেলিম কমিশনার, আবু সিদ্দিক বাল্লা, মো: রুবেল, সেলিম উদ্দিন কাউন্সিলর, মো: সো‌লেমান, মফিজুর রহমান ওয়াহিদী, মাসুদা খায়ের, ফজিলাতুন নেছা, আনোয়ারা বেগম, মাহফুজা মাওলা লাকী, বখিয়ার উদ্দিন, অমলেন্দু কনক, জিয়াউদ্দিন, মহিন, মেজবাহ, বাবলু, তানভির, বাপ্পী, মামুন রেজা, ইসমাঈল হোসেন, কামরুল ইসলাম বাবলু, আশরাফ জিকু, মাসুম, একরামুল হক সিফাত, ইলিয়াস ভূট্টো ও নেজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ‌্য নেতাকর্মীরা।
Nenhum comentário encontrado


News Card Generator