close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সীতাকুণ্ডে পরিবেশবান্ধব পিএইচপি শিপইয়ার্ডে হংকং কনভেনশনের জয়োৎসব..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
****

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি :

 

জাহাজ ভাঙা শিল্পে পরিবেশবান্ধব ব্যবস্থাপনার পাঁচ বছর পূর্তি উদযাপন করল চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত দেশের প্রথম ‘সবুজ’ শিপইয়ার্ড—পিএইচপি শিপব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ।

২০২০ সালে জাপানের ClassNK-এর মাধ্যমে হংকং কনভেনশনের স্বীকৃতি পাওয়ার পর, টানা পাঁচ বছর দুর্ঘটনা বিহীনভাবে আন্তর্জাতিক মানে জাহাজ রিসাইকেল করে আসছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (৪ জুলাই) ভাটিয়ারির সবুজ ইয়ার্ডে আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন Class NK এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. তোশিহিতো ইয়ামাগুচি এবং ঢাকাস্থ্য জাপান দূতাবাসের মিনিস্টার তাকাহাশি নাওকি।  অংশ নেন জাপানের নামকরা শিপিং ও ট্রেডিং কোম্পানির প্রতিনিধিরা।

পিএইচপি চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “টেকসই উন্নয়ন, নিরাপত্তা ও পরিবেশ রক্ষা—এই তিন মূলনীতিতে আমরা কাজ করছি। এটি বাংলাদেশের জন্য সম্মানের।”

ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম জানান, “১৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করে আধুনিক ইয়ার্ড গড়লেও এখনও পরিবেশ অধিদপ্তরের ‘লাল ক্যাটাগরিতে’ রয়েছি।  এতে আন্তর্জাতিক অর্থায়ন আটকে আছে।  দ্রুত শ্রেণিকরণ পরিবর্তন প্রয়োজন।”

তিনি আরও জানান, দেশের ১৩টি শিপইয়ার্ড হংকং কনভেনশনের মান পূরণ করলেও অধিকাংশই অর্থসংকটে। স্বল্প সুদের ঋণ, প্রশিক্ষণ ফান্ড এবং সরকারি সহায়তা পেলে এ খাত বাংলাদেশকে শিপ রিসাইক্লিং হাবে পরিণত করতে পারে।

জাপানি অতিথিরা বলেন, সীতাকুণ্ডের পিএইচপি ইয়ার্ড দক্ষিণ এশিয়ায় ‘সবুজ রিসাইক্লিং’-এর অনুকরণীয় উদাহরণ।  এ ধারা বজায় থাকলে বাংলাদেশ হবে বৈশ্বিক নেতৃত্বে সক্ষম।

Ingen kommentarer fundet