সিরাজগঞ্জের সলঙ্গায় ৫৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার..

Juwel Hossain avatar   
Juwel Hossain
****

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫৮৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন র‍্যাব-১২।

বুধবার (৩০ এপ্রিল) র‌্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পার্শ্বে মোঃ বরাত আলীর অস্থায়ী চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মোঃ টিটু সিকদার (২৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে ৫৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত টিটু সিকদার বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিণ কালিকাবাড়ী (আলিয়াবাদ পাড়া) গ্রামের মোঃ রহিম সিকদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিটু সিকদার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator