close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জে স্পিরিট পানে দুইজনের মৃত্যু

Juwel Hossain avatar   
Juwel Hossain
পুলিশ পরিদর্শক বারিক বলেন, ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছেন।..

সিরাজগঞ্জে হোমিও ঔষধের দোকান থেকে স্পিরিট পান করে দুইজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরেকজন হাসপাতালে ভর্তি আছেন। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, বেলকুচি উপজেলার দৌলতপুর বাশঁতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কসাই আবুল কালাম (৪৪) ও দৌলতপুর মতি মার্কেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যান চালক শাহ আলম (৪২)। এই ঘটনায় অসুস্থ অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে দৌলতপুর দক্ষিণপাড়ার সোহবার আলীর ছেলে ও দৌলতপুর ইউনিয়ন পোস্ট অফিসের পোস্ট মাস্টার আবু হানিফ (৩৬) ভর্তি আছেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশা জাতীয় স্পিরিট কিনে পান করেন ৮ জন।

পরে তারা বুধবার বিকালে অসুস্থ হয়ে ৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আবুল কালামের মৃত্যু হয়। এরপর শাহ আলমকে আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলী মেডিকেলে নেওয়ার পথে মারা যান।

তিনি আই নিউজ বিডি’কে বলেন, ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছেন। নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator