সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নদীভাঙন রোধ, কৃষি উন্নয়ন, তাঁতশিল্প সংরক্ষণ, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, সিরাজগঞ্জ-৫ একটি সম্ভাবনাময় জনপদ হলেও দীর্ঘদিন ধরে যোগ্য নেতৃত্বের অভাবে অবহেলিত। যমুনা নদীর ভাঙনে চৌহালীর মানুষ সর্বস্ব হারাচ্ছে, কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে এবং ঐতিহ্যবাহী তাঁতশিল্প জ্বালানি ও পুঁজি সংকটে টিকে থাকার লড়াই করছে। তরুণ সমাজ কর্মসংস্থানের অভাবে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে আমিরুল ইসলাম খান আলীম বলেন, দীর্ঘ স্বৈরাচারী শাসনের অবসানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে গণতন্ত্র ও ভোটাধিকারের পথে ফিরছে। এ প্রেক্ষাপটে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখাকে তিনি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা হিসেবে উল্লেখ করেন।
ইশতেহারে যেসব অঙ্গীকার তুলে ধরা হয়েছে তার মধ্যে রয়েছে—যমুনা নদীর দুই পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করে বীজ-সার সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, তাঁত ব্যাংক প্রতিষ্ঠা ও গ্যাস সংযোগ প্রদান, বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন করে ১০–১২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও ম্যানপাওয়ার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা, স্বাস্থ্য কার্ড চালু ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ।
এছাড়া সড়ক প্রশস্তকরণ ও যানজট নিরসনে অবকাঠামোগত উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষায় ফ্যামিলি কার্ড ও ডিজিটাল হটলাইন চালু, সোহাগপুর হাট আধুনিকায়ন, জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারকে সহায়তা এবং এনায়েতপুর থানাকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আমিরুল ইসলাম খান আলীম বলেন, নির্বাচিত হলে তিনি সিরাজগঞ্জ-৫ আসনের মানুষের দুঃখ-কষ্ট ও চাহিদার কথা জাতীয় সংসদে তুলে ধরবেন এবং তরুণদের ভবিষ্যৎ গড়তে কার্যকর ভূমিকা রাখবেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “এই নির্বাচন শুধু একজন প্রার্থী নয়, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের ভোট।”
আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।



















