রোববার দুপুরে ইউনিয়নের চটি গ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে তিনি বিক্ষুব্ধ জনতার রোষের শিকার হন। মারধরের পর তাকে উপজেলা বিএনপি সভাপতি মামুনুর রশীদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় কথাবার্তা চলার পর পুলিশ তাকে থানায় নিয়ে যায়। মামুনুর রশীদ অভিযোগ করেন, আফসার উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে এলাকায় নির্যাতন চালিয়েছেন এবং বিএনপি নেতাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মামলাও আছে তার বিরুদ্ধে। কানাইঘাট থানার তদন্ত কর্মকর্তা জানান, চেয়ারম্যানকে আটক করে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা খতিয়ে দেখা হচ্ছে।
  
    close
  
  
         
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			