close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নে টিলাধ্বসে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন।..

Shojol Ahmed avatar   
Shojol Ahmed
সজল আহমেদ (সিলেট সদর প্রতিনিধি)

রোববার (০১ম রাত আনুমানিক সোয়া ৩টার দিকে স্থানীয় বখক্তিয়ার ঘাট এলাকায় টিলা ধসের ঘটনায় একই পরিবারের (রিয়াজ উদ্দিনের) ৪জন নিহত হয়েছেন।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান খলকুর রহমান ফায়ার সার্ভিস অফিসের সাথে উদ্ধার কাজে আসতে যোগাযোগ করছেন বলে জানা গেছে।

 

এদিকে ধারণা করা হচ্ছে চাপা পড়া ঘরের মধ্যে আরও সদস্যরা থাকতে পারেন এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ শ্যামল সিলেটকে জানান, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাটে টিলা ধ্বসে একই পরিবারের ( রিয়াজ উদ্দিনের) চারজন নিহত হয়েছেন।

 

তিনি আরও জানান, প্রবল বজ্রপাতে ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ, ঢাকা দক্ষিণ বাইপাস সহ কয়েকটি স্থানে গ্যাসের রাইজার ফেটে গিয়ে ক্ষুদ্র পরিসরে অগ্নিকাণ্ড হয়েছে, যা বর্তমান নিয়ন্ত্রণে এসেছে।

Ingen kommentarer fundet


News Card Generator