সিলেটের গোলাপগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।..

ছাইম ইবনে আব্বাস, সিলেট।  avatar   
ছাইম ইবনে আব্বাস, সিলেট।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।..

শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এই দোয়া মাহফিলটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে সম্পন্ন হয়।দোয়া মাহফিলটির আয়োজন করেন গোলাপগঞ্জের কৃতি সন্তান, নব্বই দশকের তুখোড় ছাত্রনেতা, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র)-এর সাধারণ সম্পাদক এবং ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক মো. লায়েক আহমদ। তাঁর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি সিলেট জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আহমদ ও গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা জুমন আহমদের যৌথ সঞ্চালনায় পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন,“দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক অনন্য নাম। তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে বারবার গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অবদান বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন,“আজকের এই দোয়া মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি দেশনেত্রীর প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।প্রধান  বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য আম অহিদ আহমদ।প্রধান  আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক মো. লায়েক আহমদ।দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৩নং হাতিমনগর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ।বক্তারা তাঁদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আপসহীন ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম। তাঁর আদর্শ ও নেতৃত্ব বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে হবে এবং দলীয় নেতৃত্বের নির্দেশনায় শান্তিপূর্ণ ও সংগঠিত কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার আদায়ে ভূমিকা রাখতে হবে।

দোয়া মাহফিল পরিচালনা করেন রুস্তমপুর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল মালিক। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করেন।দোয়া মাহফিলে ৩নং হাতিমনগর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও ১নং বাঘা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator