বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সায়েম আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের এনাম উদ্দিনের ছেলে ও সৈয়দ নবীব আলী কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি চারখাইয়ের একটি একাডেমিতে খণ্ডকালীন চাকরি করতেন।
চারখাই থেকে কলেজে ফেরার পথে তাদের মোটরসাইকেলকে একটি ট্রাক ধাক্কা দিলে সায়েম ঘটনাস্থলেই মারা যান। তার সহপাঠী আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যায়। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট প্রেরণ করা হয়েছে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy



















