সিলেটের বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু।..

ছাইম ইবনে আব্বাস  avatar   
ছাইম ইবনে আব্বাস
সিলেট-বিয়ানীবাজার সড়কের দুবাগ ইউনিয়নের শেওলা সেতুর কাছে ট্রাকের ধাক্কায় সায়েম আহমদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।..

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সায়েম আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের এনাম উদ্দিনের ছেলে ও সৈয়দ নবীব আলী কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি চারখাইয়ের একটি একাডেমিতে খণ্ডকালীন চাকরি করতেন।

চারখাই থেকে কলেজে ফেরার পথে তাদের মোটরসাইকেলকে একটি ট্রাক ধাক্কা দিলে সায়েম ঘটনাস্থলেই মারা যান। তার সহপাঠী আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যায়। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট প্রেরণ করা হয়েছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator