সিলেটে পুলিশের মারধরের শিকার জুলাইযোদ্ধা ইসলামের পাশে  ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ..

Shojol Ahmed avatar   
Shojol Ahmed
সিলেট নগরীর লামাবাজারে পুলিশের মারধরের শিকার সরকারি গেজেটভুক্ত জুলাইযোদ্ধা ইসলাম উদ্দীনকে দেখতে ছুটে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।..

শনিবার বিকেলে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ইসলাম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন নেতারা। সেই সময় উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন সাহান, নুরুল ইসলাম, ফয়সল আহমেদ, নাঈম শেহজাদ, মোস্তাকিম আহমেদ মোস্তাক, সালমান খোরশেদসহ অনেকে।
সে সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য 
ব্যারিস্টার জুনেদের পক্ষ থেকে ইসলাম উদ্দীনকে তাৎক্ষণিক আর্থিক
সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ইসলাম উদ্দীন বর্তমানে জীবিকার তাগিদে একটি চায়ের দোকান চালান। শুক্রবার ফজরের পর দোকান খোলাকে কেন্দ্র করে লামাবাজার ফাঁড়ির এসআই জসিম তার ওপর শারীরিক নির্যাতন চালান। ঘটনার পর ব্যাপক প্রতিক্রিয়ার মুখে এসআই জসিমকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়।

کوئی تبصرہ نہیں ملا