বৃহস্পতিবার বিকালে সিলেটের আম্বরখানাস্থ বুলবুল ম্যানশনে এ অফিসের উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ, দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেবা ফাউন্ডেশন ২০২২ সালের বন্যা থেকে তাদের সেবামূলক কার্যক্রম শুরু করে। এরই মধ্যে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজার এলাকায় প্রায় আড়াই কোটি টাকার বিভিন্ন ধরনের সহায়তা করেছে সেবা ফাউন্ডেশন। এরমধ্যে রয়েছে নগদ অর্থ প্রদান, গৃহ নির্মাণ, নলকূপ, ভ্যান গাড়ি ও ফুড প্যাক বিতরণ। ইংল্যান্ডের বিভিন্ন দাতাগোষ্ঠী ও প্রতিষ্ঠান থেকে পাওয়া নগদ অর্থ এনে বাংলাদেশের অসহায় ও দুস্থ মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যয় করছে সেবা ফাউন্ডেশন। ইতোমধ্যে দরিদ্র ও অসহায় ছেলেমেয়েদের জন্য ট্রেইনিং সেন্টার করার উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশনটি। যার জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ১৫ শতক জায়গা ক্রয় করা হয়েছে। শীগ্রই সেখানে কম্পিউটার, অটোমোবাইল, সেলাই মেশিন সহ কয়েকটি বিষয়ে প্রশিক্ষণের জন্য ট্রেইনিং সেন্টারটি চালু করা হবে।
সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও তমরুজ মিয়ার সভাপতিত্বে ও ট্রাস্টি এন্ড ট্রেজারার মিজানুর রহমানের পরিচালনা আলোচনা সভায় উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশনের সিলেট এম্বাসেডর আব্দুস সামাদ, কোম্পানীগঞ্জের এম্বাসেডর আব্দুল জলিল ও আলী হোসেন, সুনামগঞ্জের এম্বাসেডর আফজল হোসেন, সেবা ফাউন্ডেশনের সেচ্ছাসেবী ইসমাইল হোসেন, জুয়েল আহমদ রিমন, সিমন ইমতিয়াজ, ফাহিম আহমদ, ইসাক আহমদ, মেহেদী হাসান, আব্দুল আহাদ, রুমেল আহমদ, শাহাব উদ্দিন, সায়েম আহমদ স্বাধীন, কয়েস মিয়া, পারভীন আক্তার, সিমা আক্তার, রুনে বেগম প্রমুখ।



















