close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিলেট সীমান্তে ভারতের দেওয়া কারফিউ জারি।

ছাইম ইবনে আব্বাস  avatar   
ছাইম ইবনে আব্বাস
ভারতের মেঘালয় রাজ্যের সাউথ গারো হিলস জেলার সিলেট সীমান্ত এলাকায় রাতের বেলায় কারফিউ জারি করা হয়েছে। জেলার ম্যাজিস্ট্রেট হেমা নায়েক শুক্রবার এই নির্দেশনা জারি করেন। আদেশ অনুযায়ী, প্রতিদিন রাত ৮টা থে..

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, চোরাচালান এবং সন্ত্রাসী তৎপরতা রোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় প্রযোজ্য থাকবে। এই সময়ের মধ্যে সীমান্ত পারাপার, অবৈধ জমায়েত, মিছিল এবং অস্ত্র বা লাঠি-রডসহ যেকোনো ধরনের অস্ত্রোপযোগী বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে গবাদিপশু, চোরাই পণ্য, সুপারি, পানপাতা, শুকনা মাছ, বিড়ি-সিগারেট ও চা পাতার চলাচলও কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, "কারফিউ জারি ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে আমরা সতর্ক রয়েছি।

স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্তে দুই দেশের সীমান্ত জরিপ কাজের সময় বিএসএফের সঙ্গে এলাকাবাসীর উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের বাধার মুখে ওই জরিপ কার্যক্রম বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার পরই সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কারফিউ জারি করেছে ভারতীয় প্রশাসন।

コメントがありません