close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

‎সিদ্ধিরগঞ্জের ‎সজল হত্যার মামলায় দুইদিনের রিমান্ডে-  সাবেক মেয়র আইভী  ‎..

GK Shohag avatar   
GK Shohag
****



‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

‎বুধবার (১৮ জুন)  সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে আইভীকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে। একই আদালতে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলাতেও শ্যোন এরেস্ট দেখায় পুলিশ। শুনানী শেষে আদালত ২ রিমান্ড মঞ্জুর করেন এবং আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন। 

‎বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, সিদ্ধিরগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সজল হত্যা মামলায় আইভী হুকুমের আসামী। তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।  

‎আইভীর পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, এই দু'টি মামলায় এজাহারে আইভীর সম্পৃক্তততার কোন উল্লেখ নেই। এ মামলা দুটিতে আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা নেই। একটি মামলায় রিমান্ড না মঞ্জুর ও জামিন আবেদন এবং অপর মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। আদালত শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করে একটি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

‎উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪ টি ও ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে। যার মধ্যে ৩ টি হত্যা মামলা।

Tidak ada komentar yang ditemukan