close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শুধু ২ টাকায় দুধ চা ও নাস্তা বিক্রি, প্রতিজ্ঞায় অটল নুরুল ইসলাম

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারের নুর ইসলাম দীর্ঘ ২০ বছর ধরে মাত্র ২ টাকায় চা ও নাস্তা বিক্রি করছেন। বাজারের দাম যতই বাড়ুক, নুর ইসলাম ও তা
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারের নুর ইসলাম দীর্ঘ ২০ বছর ধরে মাত্র ২ টাকায় চা ও নাস্তা বিক্রি করছেন। বাজারের দাম যতই বাড়ুক, নুর ইসলাম ও তার স্ত্রী হাসিনা বেগম প্রতিজ্ঞাবদ্ধ, তারা জীবনের শেষ পর্যন্ত এই দামে খাবার বিক্রি চালিয়ে যাবেন। ছোটবেলা থেকেই নুর ইসলামের চায়ের দোকানের সাথে সম্পর্ক। প্রথমে শিবগঞ্জ বাজারে শুরু করলেও বর্তমানে চৌরঙ্গী বাজারের কাছে বাড়ির পাশে ভাড়া নেওয়া জায়গায় দোকান পরিচালনা করছেন। এই দোকানে মাত্র ২ টাকায় দুধ চা, লাল চা, খুরমা, পেঁয়াজুসহ বিভিন্ন নাস্তা পাওয়া যায়, যেখানে আশেপাশের দোকানে চায়ের দাম ৫ থেকে ১০ টাকা এবং নাস্তা ৫ টাকার নিচে পাওয়া দুষ্কর। নুর ইসলাম বলেন, "স্বাধীনতার পর থেকেই আমি এই দোকান চালাচ্ছি। তখনই ঠিক করেছিলাম, এই খাবারের দাম কখনো বাড়াবো না। এই প্রতিজ্ঞা অনুযায়ী আজও ২ টাকায় চা ও নাস্তা বিক্রি করছি। মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই চালিয়ে যাবো।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেখানে ১০ টাকায়ও দুধ চা পাওয়া কঠিন, সেখানে নুর ইসলামের দোকানে হাতে ১০ টাকা থাকলেই পেট ভরে চা ও নাস্তা খাওয়া যায়। প্রতিদিন অনেক গ্রাহক তার দোকানে আসে শুধু কম দামে ভালো খাবারের জন্য। ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, "আমি প্রতিদিন নুর ইসলামের দোকানে আসি, কারণ অন্য কোথাও এত কম দামে নাস্তা পাওয়া যায় না। ১৫ টাকায় পেট ভরে চা ও নাস্তা খেতে পারি। এটা উনি কিভাবে করেন বুঝি না, তবে উনি বলেন, এভাবেই ভালো আছেন।" স্থানীয় বন্ধুদের আড্ডার কেন্দ্রবিন্দুও হয়ে উঠেছে নুর ইসলামের দোকান। রাজু নামে একজন বলেন, "আমরা বন্ধুরা মিলে এখানে প্রতিদিন আড্ডা দেই। কয়েকজন মিলে মাত্র ২০ টাকায় চা-নাস্তা খেয়ে সময় কাটাই।" অনেকবার আশেপাশের মানুষ তাকে বলেছে, এত কম দামে বিক্রি করে লাভ হবে না। কিন্তু নুর ইসলাম সোজাসাপ্টা বলেন, "আমরা স্বামী-স্ত্রী, দুজনের খরচ কম। এভাবেই ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া, এইভাবে আমাদের ভালো রেখেছেন।" নুর ইসলামের স্ত্রী হাসিনা বেগম বলেন, "আমরা দুজন দোকানেই থাকি, এখানেই রান্না করি। আমাদের চাহিদা খুব কম, তাই অল্প লাভেই দিন চলে যায়। উনি ২ টাকার বেশি বিক্রি করবেন না, এটাই তার জেদ, আমিও কিছু বলি না।" নুর ইসলাম ও তার স্ত্রী হাসিনা বেগমের জন্য ব্যবসার লাভের চেয়ে মানুষকে কম দামে খাবার খাওয়াতে পারার আনন্দই বড়। তাদের জীবনযাত্রা সাধারণ হলেও, মানুষের সেবা করার এই ইচ্ছা তাদের প্রতিজ্ঞাকে অটল রেখেছে।
No comments found


News Card Generator