close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য : মাসুদ সাঈদী..

Md Azim Hossen avatar   
Md Azim Hossen
****

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র, জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,পিরোজপুর-০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী বলেছেন, শ্রমিকরা দেশের অন্যতম চালিকা শক্তি,কিন্তু নানাভাবে তারা নিগ্রহীত ও বৈষম্যের শিকার।

যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই মালিকরা লাভবান হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। শ্রমিকদের একটা মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ দিতে হবে। যেখানে প্রতিযোগিতা মূলক বাজারে শ্রমের ন্যায্য মূল্য পাবে,যে মূল্য দিয়ে সে পরিবারের বাকি সদস্যদের নিয়ে ভরণপোষণ করাতে পারবে। তাতে যেন খাওয়া-পড়ার পাশাপাশি শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা থাকে। তাকে কর্মস্থলে নিরাপদ পরিবেশ দিতে হবে, সেখানে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে। তাকে পেশাগত সমস্যা বলার জন্য মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। এই লক্ষ্য পূরণে আমরা সরকারের সঠিক ভূমিকা দেখতে চাই। এ লক্ষ্যে আমরা শ্রমিক বান্ধব আল্লাহভীরু একটি সরকার চাই। তিনি বলেন,অনেক শিল্প কল-কারখানায় শ্রমিকরা এতো কম বেতন পান, যা দিয়ে সংসার চলে না। যার ফলে তাদের ওভারটাইম করতে হয়। আবার অনেক জায়গায় ওভারটাইমের টাকাও সঠিকভাবে দেওয়া হয়না,এটি অমানবিক। আমরা শ্রমিকদের এই অমানবিক জীবনের অবসান চাই।তাই  শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। 'শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১লা মে ২০২৫) বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়েজিত বর্ণ্যাঢ্য র‍্যালী পূর্বক শ্রমিক সমাবেশে পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী এসব কথা বলেন।

শ্রমিক সমাবেশে মাসুদ সাঈদী আরো বলেন, শ্রমিক-মালিক এক হয়ে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে, শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টাতেই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও শোষন বৈষম্যহীন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে হবে।

শ্রমিক কল্যান ফেডারেশনের পিরোজপুর জেলা শাখার সভাপতি সভাপতি মোঃ সিদ্দকুল ইসলামের সভাপতিত্বে এবং আল আমিন শেখ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাসুদ সাঈদী,সাবেক জেলা সভাপতি মোহাম্মদ জহিরুল হক, জেলা উপদেষ্টা আব্দুর রাজ্জাক শেখ,পৌর উপদেষ্টা ইসাহাক আলি খান, পিরোজপুর সদর উপজেলার উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রমুখ।

Geen reacties gevonden