close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শ্রমিক দলের র‍্যালীতে অংশ নিয়ে ফেসে গেল হাকিমপুরের ওসি

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
শ্রমিক দলের মে দিবসের কর্মসূচি র‍্যালীতে পুলিশ বাহিনীর পোষাক পরে অংশ নিয়ে ক্লোজ হতে হয়েছে হাকিমপুর থানার ওসি সুজন মিঞা।..
 স্টাফ রিপোর্টার > শ্রমিক দলের র‍্যালীতে অংশ নেওয়ায় থানার ইনচার্জ (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।  প্রত্যাহার হওয়া ওসির নাম সুজন মিঞা। আজ রবিবার ওই ঘটনা ঘটেছে দিনাজপুরের হাকিমপুর থানায়। মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে ফেঁসে গেছেন তিনি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মে দিবসের কর্মসূচি পালনে   সকাল সাড়ে ১০টার দিকে হাকিমপুরের হিলি স্থলবন্দরের চারমাথা থেকে জাতীয়তাবাদী শ্রমিক দল পৌর শাখার নেতাকর্মীরা র‍্যালী বের করে।র‍্যালীটি হিলি বাসষ্ট্যান্ডের দিকে যাওয়ার সময় বাহিনীর পোষাক পরিহিত অবস্হায় অংশ নেন হাকিমপুর থানার ইনচার্জ (ওসি) সুজন মিঞাও । এব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা পর্য্যায়ের পুলিশ কর্মকর্তাদের নজরে আসে।প্রাথমিক তদন্তে সত্যতা মিলায় আজ রবিবার দুপুরে তাকে কর্মস্হল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
 
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম জানান, দুপুর ১২টায় তার কাছে থানার দায়িত্ব হস্থান্তর করেছেন বিদায়ী ওসি সুজন মিঞা।
 
পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন সাংবাদিকদের জানান,  হাকিমপুর থানার ইনচার্জ সুজন মিঞাকে  প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 
  
অন্যদিকে অভিযুক্ত ওসি সুজন মিঞা দাবি করছেন, তাকে থানা থেকে ক্লোজড করা হয়নি।  জেলার অপরাধ বিভাগে বদলী করা হয়েছে। মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি এক পর্যায়ে মিছিলে প্রবেশ করেন। এটি তার ভুলবশতঃ হয়েছে।
###
कोई टिप्पणी नहीं मिली


News Card Generator