শ্রম সংস্কার ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়: প্রধান উপদেষ্টা ড. ইউনূস..

Jahid sumon Crime Correspondent avatar   
Jahid sumon Crime Correspondent
শ্রমিকদের উন্নয়ন ছাড়া টেকসই বাংলাদেশ গড়া সম্ভব নয়—মে দিবসে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি শ্রম সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।..

জাহিদ হাসান — অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের জীবনমান অপরিবর্তিত রেখে একটি নতুন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন সম্ভব নয়। তাই শ্রমক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন আনতে তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, "আমাদের যাত্রার সূচনা হওয়া উচিত শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবিত তাৎক্ষণিক করণীয় বিষয়গুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে। পরবর্তী ধাপে প্রতিটি সুপারিশকে যথাযথভাবে রূপায়ণ করতে হবে, যাতে সমাজের প্রতিটি শ্রমজীবী নাগরিক পরিবর্তনের সুফল পায়।"

‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্যে আয়োজিত এ দিবসে বিভিন্ন পর্যায়ের শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫টি শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ।

আলোচনা পর্বে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রদর্শিত হয়, যেখানে তিনি নিরাপদ ও মর্যাদাসম্পন্ন কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

Geen reacties gevonden


News Card Generator