শরীয়তপুরের সখিপুরে জমি নিয়ে সংঘর্ষ! চাচাতো ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২....

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জমির জন্য প্রাণ গেল দ্বীন ইসলামের, দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল জনপদ!

 

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের সখিপুরে জমি ও পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে নির্মমভাবে প্রাণ হারালেন দ্বীন ইসলাম মীর (৫০)। সোমবার (১৭ মার্চ) রাতে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার মোল্লাকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর পরই স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ!

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ২৪ শতাংশ জমি নিয়ে দ্বীন ইসলামের সঙ্গে তার চাচাতো ভাইদের মামলা চলছিল।

সোমবার সকালে তার চাচাতো ভাই কালু মীরসহ কয়েকজন ওই জমির গম কাটতে গেলে দ্বীন ইসলাম বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কালু মীরের নেতৃত্বে একদল লোক লাঠিসোটা নিয়ে দ্বীন ইসলামের ওপর হামলা চালায়।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 গ্রেপ্তার ২, আদালতে রিমান্ড আবেদন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

 দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল জনতা!

নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সখিপুর থানার গেটের সামনে ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। তারা দাবি তোলেন, দ্রুততম সময়ের মধ্যে খুনিদের ফাঁসি দিতে হবে।

এই হত্যাকাণ্ড কি শুধুই জমির বিরোধ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? আপনার মতামত জানান! 

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator