close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্রীপুরে এটিএম বুথে কিশোরী ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী পলাতক..

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
গাজীপুরের শ্রীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে ভুক..

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. লিটন মিয়া (৪০) এমসি বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন এবং তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনের ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত।

ধর্ষণের শিকার কিশোরী (১৪) নেত্রকোনা জেলার বাসিন্দা। সে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করত।

ভুক্তভোগীর বাবা জানান, তাঁর মেয়ে তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে গেলে বুথের নিরাপত্তাকর্মী লিটন মিয়া বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে এটিএম বুথের ভেতরে নিয়ে যান। সেখানে তার মেয়েকে ধর্ষণ করা হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Nessun commento trovato


News Card Generator