মাঠের ক্রিকেটের সময় টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশের জন্য। আরব আমিরাতের বিপক্ষে টি২০ সিরিজ হারের পর পাকিস্তানের কাছেও সিরিজ হারের লজ্জা। জয়ের উদ্দ্যেশ্যে এইবার বাংলাদেশ যাচ্ছে শ্রীলঙ্কা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে।
লম্বা সফরের এই সিরিজে ২ টি টেস্ট, ৩ টি সমানসংখ্যক ওয়ানডে ও টি২০ সিরিজ ও খেলবে বাংলাদেশ। এই সিরিজের টেস্ট দলে নেই পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে পেশীর চোটে পড়েছিলেন তিনি। তবে এই সিরিজেই তিনি ফিরতে পারেন। টেস্টে না দেখা গেলেও সাদা বলের সিরিজে খেলার সুযোগ আছে বলে জানা যায়।
এখনো রিহ্যাবে আছেন এই পেসার। বিসিবি মেডিকেল বিভাগের মতে, আসন্ন সিরিজ দিয়েই মাঠে ফেরার সুযোগ রয়েছে তার।
পাকিস্তানের বিপক্ষে ২য় টি২০ ম্যাচ চলাকালীন বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন শরিফুল। প্রথম তিন বল করার পর ইনজুরিতে পড়া শরিফুল আর মাঠে ফেরেননি সেদিন৷ পেশির এই চোটের কারণে প্রায় দুই সপ্তাহ মাঠের বাহিরে থাকবে বলে এক বিবৃতিতে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড