শরীয়তপুরের স্থানীয় কিছু প্রভাবশালীদের সহযোগিতায় সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফকিরের বাগানের গাছ জোরপূর্বক কেটে ফেলা হয়েছে।
গতকাল ২১ শেষ মার্চ শুক্রবার বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় কিছু প্রভাবশালীদের সহায়তায় শামসুদ্দিন ফকির ও তার ছেলে মোতালেব ফকির বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফকিরের বাগানের গাছগুলো কেটে গাছ ব্যবসায়ী রতন বেপারীর কাছে বিক্রি করেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফকির স্থানীয় লোকজনের মাধ্যমে তার বাগানের গাছ কাটার খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন। এ সময় তিনি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় গাছ ব্যবসায়ীকে গাছ নিতে বাধা প্রদান করেন।
এমতঅবস্থায় বীর মুক্তিযোদ্ধা তার বাগানের গাছ অন্যায় ভাবে জোরপূর্বক কেটে ফেলার সুষ্ঠু বিচার চান এবং আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চাইবেন বলে জানান।