close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সিএনজি সহ ভারতীয় বেনারসি শাড়ি আটক..

Nazmul Mia avatar   
Nazmul Mia
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ২৫৪ টি উন্নত মানের বেনারসি শাড়ি সহ একটি সিএনজি আটক করেছে ।..
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহেরকর্ণঝোড়া সীমান্ত ফাড়ির একটি অভিযানিক দল ২ ই জুন সোমবার গভীর রাতে সীমান্ত জনপদের বাবেলাকোনা রাবার বাগান নামক এলাকা থেকে  বেনারসি শাড়ি ও সিএনজি আটক করে।
বিজিবি সুত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহের অধিনায়কের নির্দেশে সোমবার রাত আনুমানিক ১ টার দিকে কর্ণজোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো: আতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাবেলাকোনা রাবার বাগান এলাকা থেকে একটি সিএনজি ও সিএনজির ভিতরে থাকা ২৫৪ টি ভারতীয় বেনারসি শাড়ি আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক ও চোরাকারবারি দলের সদস্যরা পালিয়ে যায়। উদ্ধারকৃত শাড়ি ও সিএনজির আনুমানিক মূল্য ২৪ লক্ষ ৫১ হাজার টাকা।
কর্ণজোড়া  সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো: আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সকালে জানান, সীমান্তে চোরাচালান নির্মূলে বিজিবির টহল তৎপর  রয়েছে।
উদ্ধারকৃত শাড়ি ও সিএনজির আনুমানিক মূল্য ২৪ লক্ষ ৫১ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে পালিয়ে যায় চোরাকারবারিরা। গত ৩০ শে মে অত সীমান্ত এলাকা থেকে বিজিবি  একটি ভারতীয় গরু আটক করে।
 
স্থানীয় একাধিক সূত্র জানায়, ঈদকে সামনে রেখে কর্ণ জোড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাচালন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
 
একটি সঙ্ঘবদ্ধ চোরাচালান চক্র পার্শ্ববর্তী ভারত থেকে গরু, বিভিন্ন ব্যান্ডের মদ, জিরা, চিনি,  শাড়ি কাপড়, কসমেটিক, যৌন উত্তেজনা ওষুধসহ বিভিন্ন সামগ্রী এদেশে এনে হাত বদলের মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
 
আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন যানবাহনের মাধ্যমে পাচার হচ্ছে অবৈধ এসব ভারতীয় সামগ্রী। ফলে চোরাকারবারীদের অভয়ারণ্য হয়ে পড়েছে সীমান্ত জনপদের গ্রামগুলো।
একাধিক সূত্র জানায়, উত্তর হাড়িয়াকোনা গ্রামের মিঠুন সাংমার  বাড়িতে প্রায় সময়ই দেশের বিভিন্ন স্থান থেকে বহিরাগত লোকজন এসে  যাতায়াত করছে। রাতের আঁধারে সিএনজি ও পিকআপ এবং মাইক্রোবাস যোগেও লোকজন আসছে পাহাড়ি গ্রামগুলোতে।
コメントがありません