আবদুল্লাহ আল মামুন : (নোয়াখালী) প্রতিনিধি
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, “দেশ এখন দুই ভাগে বিভক্ত—শোষক গোষ্ঠী ও মজলুম জনগোষ্ঠী। আমরা মজলুমদের পক্ষে আছি এবং থাকবো।”
বৃহস্পতিবার (৩ এপ্রিল ) দুপুরে বসুরহাট বাজারে ঈদ-পরবর্তী বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে সাক্ষাত ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, দখলবাজি, মানুষের পুকুরের মাছ লুট, জমি দখল, টেন্ডারবাজি বা সন্ত্রাস করে, তাদের ঘৃণাভরে প্রতিহত করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসব দুষ্কৃতিকারীদের প্রত্যাখ্যান করতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের দলের চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার কারণে এবারের ঈদে দেশে থাকতে পারেননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলার কারণে এখনো বিদেশে। যতদিন পর্যন্ত আমাদের নেতাকে দেশের লক্ষ কোটি মানুষের মাঝে ফিরিয়ে আনতে না পারবো, ততদিন সংগ্রাম চলবে।”
এ সময় উপস্থিত ছিলেন—কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক এএইচ আজিজ আজমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, সদস্য একরামুল হক মিলন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক গোলাম হায়দার শাহিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক মাসুদ সারোয়ার রনিসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।