close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শোকাবহ দুর্ঘটনা: ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবক নিহত

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ফেনী, ৩ ফেব্রুয়ারি ২০২৫: ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিন যুবক প্রাণ হারিয়েছেন। সোমবার রাত ৮টার দিকে বেকেরবাজার এলাকায় মোটরসাইকেলের নিয়
ফেনী, ৩ ফেব্রুয়ারি ২০২৫: ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিন যুবক প্রাণ হারিয়েছেন। সোমবার রাত ৮টার দিকে বেকেরবাজার এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি স’মিলের গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপর আরও ভয়াবহ ঘটনা ঘটে—মোটরসাইকেলটি পড়ে গেলে একটি গাড়ি দুজনের ওপর দিয়ে চাপা দিয়ে চলে যায়। এই ঘটনায় ঘটনাস্থলে দুই যুবক মারা যান এবং গুরুতর আহত অবস্থায় একজনের মৃত্যু হয় হাসপাতালে। নিহতরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মনোরঞ্জনের ছেলে দেবু (২২), কৃষ্ণ ঘোষের ছেলে অন্তর ঘোষ (২৩) এবং চৌমুহনীর আলিপুর এলাকার কৃষ্ণ গোস্বামীর ছেলে সৌরভ গোস্বামী (২৩)। তারা ফেনী থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলছিল এবং বেকেরবাজারের আশপাশে পৌঁছানোর পর এক অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে। আশ্রাফপুর এলাকায় সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি পড়ে গেলে একে একে নিহতদের ওপর দিয়ে গাড়িটি চলে যায়। ফেনী জেনারেল হাসপাতালে আহত যুবককে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং নিহত যুবকদের পরিবারগুলোর মধ্যে শোকের মাতম চলছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে, এবং দুর্ঘটনার কারণ জানার জন্য কাজ শুরু করেছে। প্রসঙ্গত, এটি ফেনী অঞ্চলে বেশ কয়েকটি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার মধ্যে অন্যতম। কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা উঠে আসছে।
Nema komentara