close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শ্যামনগরের মুন্সিগঞ্জ সিএনআরএসের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন..

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

শ্যামনগরের মুন্সিগঞ্জ সিএনআরএসের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রনজিৎ বর্মন  শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ”প্লাষ্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে  সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের বাস্তবায়নে বৃহস্পতিবার(১৯ জুন) বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।  

সুইডিশ দূতাবাসের অর্থায়নে বিফোরআরএল প্রকল্পের আওতায়  ভিসিজি, ভিসিএফ, সিএমসি, ভিসিজি, যুবক-যুবতী, স্থানীয় ক্লাব ও সাধারণ জনগন ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রালী হরিনগর বাজার প্রদক্ষিণ শেষে মুন্সিগঞ্জ ইউপি হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।  

 ইউপি সদস্য জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় পরিবেশ দিবসের গুরুত্ব তুলে ধরে ও কুইজ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনির্বান ক্লাব সভাপতি মোঃ ওমেদ আলী,সিপিজি সদস্য সুমিত্রা রানী, স্বেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি  মোঃ রায়হান , বাজার ব্যবসায়ী মোঃ নাজমুল,  সিএনআরএস বিফোআরএল প্রকল্প ফিল্ড ম্যানেজার স্বরন কুমার চৌহান প্রমুখ।    গত ১৮ই জুন পরিবেশ দিবস পালনের অংশ হিসেবে মুন্সিগঞ্জ ও হরিনগর বাজার ব্যাবস্থাপনা কমিটির সাথে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ছবি- শ্যামনগর মুন্সিগঞ্জ সিএনআরএসের বিশ্ব পরিবেশ দিবসে রালী।  

 

No comments found


News Card Generator