শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের অংশ হিসেবে সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। যশোরের সামাজিক বন বিভাগ উদ্যোগে এই কার্যক্রমটি গাবুরা ইউনিয়নের বেড়িবাঁধে বাস্তবায়িত হচ্ছে, যার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করবে। 'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৩০ জুন '২৫) বিকেলে এই বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়।
গাবুরা ইউনিয়নটি খোলপেটুয়া, আড়পাংগাশিয়া, এবং কপোতাক্ষ নদী দ্বারা বেষ্টিত এবং এখানে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। এই অঞ্চলটি সিডর, আইলা, আম্ফানের মতো প্রাকৃতিক দুর্যোগের বারবার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাও নাজুক অবস্থায় রয়েছে। বর্তমানে সরকারি উদ্যোগে গাবুরার বেড়িবাঁধ রক্ষায় ১ হাজার ২৩ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ চলমান।
এই প্রকল্পের অংশ হিসেবে সামাজিক বনায়ন যশোরের উদ্যোগে ১০ হাজার লবণ সহনশীল তেঁতুল, নিম, কদবেল, অর্জুন, খয়ের, পরেশ, খৈয়া বাবলার চারা বেড়িবাঁধে রোপণ করা হচ্ছে। এই বৃক্ষরোপণ কার্বন সংরক্ষণ, জীব বৈচিত্র্য রক্ষা এবং বেড়িবাঁধ সংরক্ষণের জন্য অত্যন্ত জরুরি বলে জানান সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল (৭৫) এবং দীন দয়াল সরদার (৭২) বলেন, 'প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের বাড়িঘর নদীতে চলে গেছে। আমরা এখন বাঁধের উপরে বসবাস করি। বেশি বেশি চরবনায়নের ফলে উপকূলীয় অঞ্চল এবং গাবুরা ইউনিয়নের সুরক্ষা সম্ভব হবে।'
বনায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ, ফরেস্টার আছাফুর রহমান, পিএম পিরামিন ইসহাক, সুন্দরবন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ বাউলিয়া পিন্টু, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি আল মামুন ইসলাম এবং গাবুরা ইউনিয়নের ইউপি সদস্য শহীদুল্লাহ গাজী সহ শতাধিক গ্রামবাসী।
এই বনায়ন কর্মসূচি উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে গাবুরা ইউনিয়নের স্থায়িত্বশীল উন্নয়ন এবং নাগরিকদের জীবনের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে বিশেষজ্ঞরা মতামত ব্যক্ত করেছেন।



















