close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী..

Ranajit Barman avatar   
Ranajit Barman
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণি  সম্পদে হবে উন্নতি- এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী  পালিত হয়েছে।..

শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণি  সম্পদে হবে উন্নতি- এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী  পালিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে উদ্বোধনী অনুষ্ঠান,বর্ণাঢ্য র‍্যালি,আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় খামারি এবং দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে  বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  ডা.সুব্রত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন সহ প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের প্রভাষক রাফসান জানি, কর্ড এইড নবপল্লব প্রকল্পের মুক্তা রানী রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব।  
ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস  বলেন, "এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা এবং সাধারণ মানুষকে পুষ্টির চাহিদা পূরণে সচেতন করা।" ১ লিটার কোল্ড ড্রিংকস এর দাম আর ১ লিটার দুধের দাম সমান হতে পারে না, মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে দুধ ও দুগ্ধজাত পন্য দই, ঘি, মাঠা, পনির খাওয়ার অভ্যাস করতে হবে।

বক্তারা  আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন এবং দেশের প্রাণিজ ও আমিষের চাহিদা পূরণে খামারিদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং প্রানিজ আমিষ খাওয়ার ভাল অভ্যাস গড়ে তোলার কথা বলেন।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি এবং বিভিন্ন প্রজাতির শৌখিন পাখি প্রদর্শন করেন। মেলায় প্রাণিসম্পদ প্রযুক্তির বিভিন্ন  ৩৩ টি স্টল স্থান পায়, যা দর্শনার্থীদের নজর কাড়ে। দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেরা খামারিদের মাঝে পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।

 

Walang nakitang komento


News Card Generator