close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে পুকুর থেকে উদ্ধার ৩৮ পিস রা ম দা ও হা সু য়া

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
শ্যামনগরে পুকুর থেকে পুলিশের অভিযানে ৩৮ পিস রামদা ও হাসুয়া উদ্ধার হয়েছে

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে আবারও পুকুরের ভিতর থেকে ৩৮ পিস দেশীয় অস্ত্র রামদা ও হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল '২৫) সকাল ৯ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের বিল্লাল গাজীর পুকুরে লুকিয়ে রাখা বস্তাভর্তি আড়াই ফুট লম্বা ৪পিস রামদা ও ২ফুট লম্বা কাঠের বাট সংযুক্ত ৩৪পিস হাসুয়া উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে বেল্লাল গাজীর পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ৩৪ পিস হাসুয়া ও  ৪ পিস রামদা উদ্ধার করা হয়। পুকুরে রামদা ও হাসুয়া গুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল শ্যামনগরের নকিপুরের জুবায়ের হোসেনের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ৩৪ পিস হাসুয়া উদ্ধার করা হয়।

Nenhum comentário encontrado


News Card Generator