close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে অনুমোদনবিহীন সফটসেল কাঁকড়া প্রসেসিং করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
বৃহস্পতিবার(৬ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা রহয়েছে।

শ্যামনগরে অনুমোদনবিহীন সফটসেল কাঁকড়া প্রসেসিং করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনীতে অনুমোদনবিহীন সফটসেল কাঁকড়া প্রসেসিং করায় বৃহস্পতিবার(৬ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা রহয়েছে।

উপজেলা মৎস্য অফিস সুত্রে প্রকাশ, অনুমোদনবিহীন সফটসেল কাঁকড়া রপ্তানির উদ্দেশ্যে প্রসেসিং করার অপরাধে উপজেলার বুড়িগোয়লিনী ইউপির দাতিনাখালী গ্রামের আবু তোয়েব মোড়লের ছেলে সোহানকে(২৭) ভ্রাম্যমান আদালতে কুড়ি হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রসেসকৃত সফটসেল কাঁকড়া বিনষ্ট করা সহ মুচলেকা নেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, বুড়িগোয়ালিনী নৌথানার অফিসার ইনচার্জ  ওহিদুজ্জামান,উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন বলেন, খাদ্য নিরাপত্তা আইন ২০১৩ এর বিধান অনুযায়ী অনুমোদন ছাড়াই সফটসেল কাঁকড়া প্রসেসিং করা অপরাধ। তিনি আরও বলেন অভিযানে প্রতিষ্ঠানকে সতর্ক করা এবং কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়।

তবে নিয়ম বর্হিভূত এমন প্রতিষ্ঠান গুলির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

ছবি- শ্যামনগরে অনুমোদনবিহীন সফটসেল কাঁকড়া প্রসেসিং করার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা সহ বিনষ্টকৃত কাঁকড়া।

 

Walang nakitang komento


News Card Generator