শ্যামনগরে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত....

Ranajit Barman avatar   
Ranajit Barman
রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। সেই ঐতিহাসিক দিনের স্মরণে এবছরও শ্যামনগরে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটি শুরু হয় ৩১ বার তোপধ্বনি দিয়ে। সকাল ৮টায় শ্যামনগরের গোপালপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসের অন্যান্য আয়োজন
পুষ্পস্তবক অর্পণের পর শ্যামনগর মডার্ণ স্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল—

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়

জাতীয় পতাকা উত্তোলন

শান্তির প্রতীক কবুতর উড়ানো

উপজেলা নির্বাহী অফিসারের ভাষণ

উপস্থিত বিশিষ্টজনেরা
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, উপজেলা বিএনপি নেতা মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অঙ্গীকার ও প্রত্যয়
বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সকলের অংশগ্রহণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।

No comments found