শ্যামনগরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে মোছাঃ হাসিনা বেগমের স্বামী সম্পত্তির ওপর দখলের চেষ্টা এবং জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মোছাঃ হাসিনা বেগম অভিযোগ করেছেন যে, তার স্বামী মোঃ সিরাজুল হকের নামে থাকা সম্পত্তির ওপর প্রতিবেশীরা জোরপূর্বক দখলের চেষ্টা করছে এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।


সংবাদ সম্মেলনে মোছাঃ হাসিনা বেগম বলেন, ১৯৯৭ সালের ১৬ জুন তারিখে তার স্বামী শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের ৭৫নং মৌজায় ডিপি-২১৪৬ ও ২২৭৮ নং খতিয়ানে ৬৭৩১, ৬৭৩৮ ও ৬৭৩৪ দাগে মোট ০.৬২ শতক জমি রেজিস্ট্রি কোবালা দলিলের মাধ্যমে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল মজিদ কাগুচী এবং তার পরিবারের নিকট বিক্রয় করেন। দীর্ঘদিন ধরে তারা ঐ জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। কিন্তু সম্প্রতি আব্দুল মজিদ কাগুচী, তার স্ত্রী মোছাঃ রোমেছা বিবি, পুত্র আহম্মদ আলী কাগুচী ও আবু মুছা কাগুচী ওই জমির আশেপাশে অবস্থিত হাসিনা বেগমের ভিটাবাড়ির ওপর জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।


তিনি জানান, গত ২৮ মার্চ সকালে তিনি বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা নির্মাণাধীন ভবনের রড কেটে নিয়ে যায়। এছাড়া গত ৯ এপ্রিল সকালে অমিমাংসিত জমির সীমানা থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এবং সেগুলো আত্মসাৎ করে। এর প্রতিবাদ করলে তাকে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে দাবি করেন হাসিনা বেগম। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই জবরদখলমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন, না হলে যে কোনো সময় বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।


তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

没有找到评论


News Card Generator