শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ “শিশু থেকে প্রবীন,পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার(২৮মে) সকালে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য সহ জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক,শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি ছামিউল আযম মনির প্রমুখ।
ছবি- শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন।



















