close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্যামনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মতবিনিময়..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এস এম মোস্তফা আল মামুন মনিরের শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের স..

শ্যামনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মতবিনিময়

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এস এম মোস্তফা আল মামুন মনিরের শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময়সভা  আল মারজান  একাডেমিতে অনুষ্ঠিত হয়। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহ্বাজ এস এম মোস্তফা আল মামুন মনির সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন জাতীয় সংসদে সাতক্ষীরা-৪ এর প্রতিনিধি নির্বাচিত হলে নিজের আর্থিক ও রাজনৈতিক অবস্থান সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখবেন।  বিরোধী দলের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপন করবেন, শ্যামনগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবেন, সংখ্যালঘু সমাজের সার্বিক নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধ নিশ্চিতকরণে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবেন, শ্যামনগরে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবেন, টেকসই বেড়ী বাঁধ নির্মান করবেন, নারী উন্নয়ন, প্রতিবন্ধীসেবা, প্রবীণসেবা সহায়তা সহ অন্যান্য ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন।  শ্যামনগরে শিক্ষাক্ষেত্রে উন্নতি সাধন করা, সুপেয় পানির অভাব মোচন, সংবাদকর্মীদের জীবনমান উন্নয়ন, আইন শৃঙ্খলার উন্নয়ন সাধন, কৃষিতে উন্নয়ন,দারিদ্র দূরীকরণ সহ অন্যান্য বিষয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করবেন বলে অবহিত করেন।  

সংসদ সদস্য প্রার্থী এস এম মোস্তফা আল মামুন মনির শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের এস এম মিজানুর রহমানের পুত্র।  তিনি পেশায় ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইন বিশেষজ্ঞ ও সমাজসেবক।  বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করছেন ও কেন্দ্রিয় কমিটির কেন্দ্রিয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।  

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মা.মুজিবর রহমান, মিজানুর রহমান, মা.খায়রুল বাসার, মা.আবুবকর সিদ্দিক, মা.খলিলুর রহমান।   আশাশুনি উপজেলার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সম্পাদক আমিনুর রহমান, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মা.আবুল হোসেন, সম্পাদক এস এম মাসুদ রানা, সহসভাপতি জোবায়ের হোসেন, আবুজর, নুরে আলম, ছাত্র আন্দোলন সভাপতি নজিবুল্লাহ, শ্রমিক আন্দোলন সভাপতি আবু বকর সিদ্দিক,মনিরুল ইসলাম,মোঃ ফয়জুল্লা প্রমুখ।  

ছবি- শ্যামনগরে ইসলামী আন্দোলন সাতক্ষীরা-৪ আসনের এমপি প্রার্থী এস এম মোস্তফা আল মামুন মনির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন।  

 

Không có bình luận nào được tìm thấy