close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের পৃথক দুটি নির্বাচনী জনসভা  শনিবার (২৪ জানুয়ারি) শ্যামনগর উপজেলার ঈশ..

শ্যামনগরে ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ  সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের পৃথক দুটি নির্বাচনী জনসভা  শনিবার (২৪ জানুয়ারি) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৩টায় প্রথম জনসভা অনুষ্ঠিত হয় ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াত সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, অধ্যক্ষ মাওলানা অহেদুজ্জামান,  ১০ দলীয় জোটের নেতৃবন্দসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, শত দুঃখ–বঞ্চনার শিকার সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াই হবে ন্যায় ও পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়া। তিনি আরও বলেন, আগামীতে উপকূলীয় জনপদের মানুষের দুঃখ–দুর্দশা লাঘবে কৃষি খাতে আধুনিকায়ন, লবণাক্ততা মোকাবিলায় কার্যকর উদ্যোগ, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও চিকিৎসা খাতকে দুর্নীতিমুক্ত করে শ্যামনগরকে একটি মডেল উপজেলায় রূপান্তর করাই তার মূল লক্ষ্য।

এরপর বিকাল ৫টায় ভূরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর আলী মার্কেট প্রাঙ্গণে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হয়। ভূরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার জিন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলা জামায়াতসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

ছবি- শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম।  

 

Ingen kommentarer fundet


News Card Generator