শ্যামনগরে হামদর্দ হেলথ কেয়ার সেন্টার উদ্বোধন

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

শ্যামনগরে হামদর্দ হেলথ কেয়ার সেন্টার উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা সদরে হামদর্দ হেলথ কেয়ার সেন্টার  উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার( ২৭ জানুয়ারী)  শ্যামনগর পৌরসভা সদরের নকিপুর বাজারের বাবলাতলা মোড়ের নিকটস্থ রহিম কমার্শিয়াল কমপ্লেক্সে হামদর্দ হেলথ কেয়ার সেন্টারের  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান, হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও সাবেক সচিব ড. মোহাম্মদ আব্দুল মজিদ।
 হামদর্দ সহকারী পরিচালক (মার্কেটিং) আবুল হাসনাত ভূঁইয়ার সভাপতিত্বে রিজিওনাল ম্যানেজার (ভারপ্রাপ্ত) শওকত হায়াত খাঁন এরসঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সেলস্ ম্যানেজার আব্দুস সালাম। প্রধান অতিথি সাবেক সচিব ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, হামদর্দ চিকিৎসা সেবার পাশাপাশি আত্মমানবতার সেবায় বিশেষ ভূমিকা রাখছে। এর সফলতা অক্ষুণ্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান,শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ  রিয়াসাদ আজিম, লাইফ কেয়ার হাসপাতালের ডাঃ এস, এম মনিরুজ্জামান,কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ প্রমুখ। 

ছবি- শ্যামনগরে হামদর্দ হেলথ কেয়ার সেন্টার উদ্বোধন করছেন প্রধান অতিথি সাবেক জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ।

 

نظری یافت نشد


News Card Generator