close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাব সদস্যদের বেল্ট প্রদান অনুষ্ঠান..

Ranajit Barman avatar   
Ranajit Barman
বৃহস্পতিবার(২২ জানুয়ারী) বিকাল ৪টায় সাতক্ষীরার শ্যামনগর ফাইটার কারাতে ক্লাবের আয়োজনে বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশনের উদ্যোগে প্রশিক্ষণরত ফাইটার ক্লাব সদস্যদের মাঝে বেল্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা..

শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাব সদস্যদের বেল্ট প্রদান অনুষ্ঠান

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার(২২ জানুয়ারী) বিকাল ৪টায় সাতক্ষীরার শ্যামনগর ফাইটার কারাতে ক্লাবের আয়োজনে বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশনের উদ্যোগে প্রশিক্ষণরত ফাইটার ক্লাব সদস্যদের মাঝে বেল্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে অনুষ্ঠানে কক্সবাজারে অনুষ্ঠিত ৪র্থ জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা-২০২৬ এ শ্যামনগর ফাইটার কারাতে ক্লাবের ওস্তাদ জি এম রাজগুল আহমেদ রাজুর চার ক্যাটাগরিতে অর্জন ২টি স্বর্ণ, ১টি রুপা, ২টা ব্রোঞ্জের মেডেল ও ক্রেষ্ট প্রাপ্তির বিষয়ে অবহিত করণ করা হয়।

নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চত্তরে অনুষ্টিত অনুষ্ঠানে  শিক্ষক রনজিৎ বর্মনের সভাপতিত্বে বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ ফাইটার ক্লাবের দুই সদস্যকে হলুদ বেল্ট পরিয়ে দেন শ্যামনগর ফাইটার কারাতে ওস্তাদ শেখ মনিরুজ্জামান ডলার। তিনি বক্তব্যে কারাতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এবং অভিভাবকবৃন্দকে নতুন প্রজন্মকে আতœরক্ষা ও শারীরিক সক্ষমতাবৃদ্ধিতে এই প্রশিক্ষণ গ্রহনের আহব্বান জানান।

শিক্ষক মোঃ আবু কওছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক শিক্ষক তরিকুল ইসলাম, আমিনুল হক, রাফিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যে সম্পর্কে বক্তব্য রাখেন শ্যামনগর ফাইটার কারাতে ক্লাবের ওস্তাদ জি এম রাজগুল আহমেদ রাজু।

জানা যায় খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা জেলা বা শ্যামনগর উপজেলা ফাইটার কারাতে প্রতিযোগিতায় বেশি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মেডেল অর্জন। অনুষ্ঠানে বেল্ট প্রাপ্ত সদস্য দু’জন হলেন উপজেলার মাজাট গ্রামের ইমন হোসেন ও মুন্সিগঞ্জ কদমতলা গ্রামের তামিম হোসেন।

ছবি- শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাব সদস্যদের বেল্ট প্রদান অনুষ্ঠান।

 

No comments found


News Card Generator