শ্যামনগরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্যামনগরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্যজোট শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে ঢাকা প্রেসক্লাবের সামনে  বাড়ী ভাড়া, চিকিৎসাভাতা ও উৎসবভাতার দাবী করায় শিক্ষকদের প্রহার ও লাঞ্চিত করার প্রতিবাদে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে স্লোগান সহকারে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম,  কলেজ শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আব্দুল ওয়াহাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ । 

বক্তারা বক্তব্যে ২০% বাড়ী ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসবভাতা দাবী করায় ঢাকা প্রেসক্লাবের সামনে শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদ জানান একই সাথে সরকারের দৃষ্টি কামনা করে শিক্ষকদের দাবী মেনে নেওয়ার আহব্বান জানান।

ছবি- শ্যামনগর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

 

Keine Kommentare gefunden


News Card Generator