close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে ব্লু কার্বন প্রকল্পের লার্নিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে লিডার্সের আয়োজনে  সোমবার(২৯ ডিসেম্বর) ব্লু কার্বন প্রকল্পের লার্নিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।..

শ্যামনগরে ব্লু কার্বন প্রকল্পের লার্নিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে লিডার্সের আয়োজনে  সোমবার(২৯ ডিসেম্বর) ব্লু কার্বন প্রকল্পের লার্নিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

 সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর ইউএনওর প্রতিনিধি হিসাবে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। লিডার্সের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে মেরিডিয়ান ইনস্টিটিউটের সহযোগিতায়  সভায় প্রকল্পের অগ্রগতি, অর্জন, শিক্ষণীয় বিষয়সমূহ, সীমাবদ্ধতা, অংশগ্রহণকারীদের সুপারিশ সমূহ গ্রহণের লক্ষ্যে সভার আয়োজন করা হয়েছে বলে সভার সঞ্চালক লিডার্সের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম জাকারিয়া জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ^াস, সুন্দরবন পশ্চিম বনবিভাগ কর্মকর্তা মশিউর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, ইউপি চেয়ারম্যান আঃ রহিম, শ্যামনগর রিপোর্টাস ক্লাব সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাব সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাব সভাপতি আঃ হালিম, ইউল্যাব প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন প্রকল্পটি উপকূলীয় এলাকায় পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখবে।


ছবি- শ্যামনগরে ব্লু কার্বন প্রকল্পের লার্নিং ও শেয়ারিং সভা।

 

No se encontraron comentarios


News Card Generator