শ্যামনগরে বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসন ও বাঘ সুরক্ষায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ 'বাঘের সংখ্যা বৃদ্ধি,সুন্দরবনের সমৃদ্ধি' এ স্লোগানকে সামনে নিয়ে বুধবার (২৮ জানুয়ারী) সু্ন্দরবন পশ্চিম বনবিভাগ, সাতক্ষীরারেঞ্জের আয়োজনে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসন, বাঘ ও বাঘের শিকার প্রাণি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বনবিভাগ কদমতলা ষ্টেশনের কর্মকর্তাবৃন্দ। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, ডেপুটি রেঞ্জার মনিরুল করিম, ফরেষ্টার আবুল কালাম,বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ। উভয় বিদ্যালয়ে প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ছবি- শ্যামনগরে বাঘ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।



















