শ্যামনগর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো: মুকিত হাসান খাঁন সাতক্ষীরার সহযোগিতায় এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে শ্যামনগর থানার অফিসার এএসআই(নিঃ) মোঃ আব্দুল মোমিন ফোর্স সহ অভিযান পরিচালনা করে সিআর-৩৬৯/১২ (শ্যামঃ) সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী নিহার মন্ডল, পিতা-বিহারী মন্ডল, গ্রাম-মুন্সিগঞ্জ (কালিনগর), থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাকে ৮ নভেম্বর গ্রেফতার করা হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ বলেন
ধৃত আসামীকে রবিবার(৯ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছবি- শ্যামনগরে পুলিশের অভিযানে আটককৃত ব্যাক্তি।



















