শ্যামনগর গাবুরায় বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে গণজমায়েত
রনজিৎ বর্মন (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ই সেপ্টেম্বর) ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয় গণজমায়েত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন, গাবুরা ইউপি সদস্য মঞ্জুর হোসেন, ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হেলেনা বিলকিস, সমাজ সেবক আনছার আলী, সালমা খাতুন, আমেনা খাতুন, মর্জিনা খাতুন,উপকুলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালী, ফিল ফ্যাসিলিটেটর কে এম আক্তার হোসেন, লিডার্সের কনটেন্ট ক্রিয়েটর দ্বিজেন্দ্র লাল মন্ডল প্রমুখ ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু মেয়েদের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। নারী নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে, যা বন্ধ করতে আইন বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
গণজমায়েতে অংশগ্রহণকারীরা নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসন ব্যবস্থার দাবি জানান। তারা আরও বলেন, প্রকৃত উন্নয়ন সম্ভব নয় যদি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত না করা যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা।
ছবি- শ্যামনগর গাবুরায় বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে গণজমায়েত