close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শিশু অধিকার বিষয়ে এনসিটিএফ সংলাপ 

Ranajit Barman avatar   
Ranajit Barman
উপজেলা পর্যায়ে শিশু অধিকার বিষয়ে এনসিটিএফ সংলাপের আয়োজন করা হয়।

শ্যামনগরে শিশু অধিকার বিষয়ে এনসিটিএফ সংলাপ 

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় পরিত্রানের আয়োজনে উপজেলা পর্যায়ে শিশু অধিকার বিষয়ে এনসিটিএফ সংলাপের আয়োজন করা হয়।

শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে এনসিটিএফের সার্বিক সহায়তায় সংলাপ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সভাপতিত্বে শিশু সুরক্ষা আইন, শিশুদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তৃণমুল ও স্থানীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়ন, শিশু শ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধ, কন্যা শিশুর অধিকার, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সুপেয় পানি নিশ্চিত করা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ অন্যান্য বিষয়ে এবং সংশ্লিষ্ট অফিসের সেবা প্রদান বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ^াস, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির, শ্যামনগর থানার এস আই আব্দুল মতিন,  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, পরিত্রানের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ।

এনসিটিএফ সদস্য তাবাসসুম মাশিয়া ও ইমরান হাসমীর সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠানে অতিথিবৃন্দের দৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন এনসিটিএফ সদস্য মিহির মন্ডল, ডালিয়া সরকার, জয়দেব মন্ডল, শোভন সরকার, বিনতা সরদার, সুদেশ মন্ডল, সুমন মন্ডল, গায়ত্রী মন্ডল প্রমুখ।

ছবি- শ্যামনগরে এনসিটিএফ সংলাপ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।

 

No comments found


News Card Generator