গ্রীষ্মকালীন স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন: শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে VBD চট্টগ্রাম জেলার আয়োজন
ভলান্টিয়ার ফর বাংলাদেশ—চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ২৮ মে ২০২৫ তারিখে গভার্নমেন্ট মুসলিম হাই স্কুল, চট্টগ্রামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “গ্রীষ্মকালীন স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন”। এ সচেতনতামূলক অধিবেশনের মূল উদ্দেশ্য ছিল গরমকালীন সময়টায় কীভাবে সুস্থ থাকা যায় এবং ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা।
এ আয়োজনে মোট ১০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন, যাদের সহযোগিতায় নিয়োজিত ছিলেন ২০ জন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক। অধিবেশনটি পরিচালনা করেন খাদ্য ও পুষ্টিবিষয়ক বিশেষজ্ঞ জুয়াইরিয়া আবসার আনতা। তিনি শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা, পর্যাপ্ত পানি পানের প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার ওপর বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।
পুরো আয়োজনে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করেছেন ইয়ুথ কো-অর্ডিনেটর মোহাম্মদ রাজু ইসলাম। সেশনের পর শিক্ষার্থীদের দেহের BMI মাপার কার্যক্রম পরিচালনা করা হয়, যার মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
এই ক্যাম্পেইনের মাধ্যমে চট্টগ্রাম জেলার ভিবিডি দল আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল একটি স্বাস্থ্যসম্মত ও সচেতন তরুণ প্রজন্ম গঠনের লক্ষ্যে।



















